ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের গ্রিন সিটি প্রকল্পে কাজ করবে জুনিয়র চেম্বার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
চসিকের গ্রিন সিটি প্রকল্পে কাজ করবে জুনিয়র চেম্বার জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের সভা।

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গ্রিন সিটি ক্লিন সিটি প্রকল্পে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের সদস্যরা। সম্প্রতি অনুষ্ঠিত এ জুনিয়র চেম্বারের তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক সভাপতি আহমেদ আসফাকুর রহমান।

জুনিয়র চেম্বারের সভাপতি মাসফিক আহমেদ রুশাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ইরফানুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সহ সভাপতি অসীম কুমার দাশ, সহ সভাপতি শহীদুল মোস্তফা চৌধুরী মিজান, বোরান উদ্দিন শাহেদ ও কোষাধ্যক্ষ আবু বাকের শাহেদ।

পরিচালকদের মধ্যে ছিলেন জোবায়ের খান, মোহাম্মদ সেলিম, জছির চৌধুরী, মোহাম্মদ রাজু, কমিটি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান ও নজিয়া তাবাস্সুম।  

সভায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল, চট্টগ্রাম কসমোপলিটন ও ম্যাক্স হসপিটালের মধ্যে একটি এমওইউ ও ফরটিস হসপিটালের সাথে চিকিৎসা ক্যাম্প আয়োজন করার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়:১৯১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।