ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জব্বারের বলীখেলার মাঠ পরিদর্শনে আয়োজকেরা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
জব্বারের বলীখেলার মাঠ পরিদর্শনে আয়োজকেরা নগরের লালদীঘিতে ঐতিহাসিক জব্বারের বলীখেলার মাঠ পরিদর্শনে আয়োজকেরা।

চট্টগ্রাম: নগরের লালদীঘির ময়দানে ঐতিহাসিক আবদুল জব্বারের ১০৯তম বলীখেলা ও বৈশাখী মেলা শুরু হতে যাচ্ছে। বুধবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলীখেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি থাকবেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডের রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র।

এদিকে, ঐতিহাসিক জব্বারের বলীখেলা সফল করার লক্ষে রোববার (২২ এপ্রিল) সকালে লালদীঘিতে মাঠ তৈরিসহ মেলার সার্বিক প্রস্তুতি পরিদর্শনে যান আয়োজকেরা। এসময় ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহরলাল হাজারী ও সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, সাবেক কাউন্সিলর এম এ মালেক,  বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী, বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান মহসিন চৌধুরী, চ্যানেল২৪ টেলিভিশনের রিজিওনাল এডিটর কামাল পারভেজ, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, সদস্য সাবেক কাউন্সিলর এ এস এম জাফর, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।