ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যত প্রভাবশালী নেতাই হোক পাহাড় থেকে সরাতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
যত প্রভাবশালী নেতাই হোক পাহাড় থেকে সরাতে হবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াI ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: 'যত বড় প্রভাবশালী নেতা হোক, কোনো দুর্ঘটনা ঘট‍ার আগেই ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে তাদের সরিয়ে নিতে হবে। জেলা প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।’

রোববার (২২ এপ্রিল) সকালে পাহাড়ধস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও আগাম সতর্কতামূলক কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এসব কথা বলেন।

তিনি বলেন, 'ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে বসতি উচ্ছেদে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পাহাড়ধসে মানুষের যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে পাহাড়ধস সম্পর্কে সচেতন হতে হবে।
 মানুষের জানমালের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। '

যেকোনো দুর্যোগ থেকে বাঁচতে প্রয়োজনে ১০৯০ নম্বরে ফোন দিয়ে আবহাওয়া সম্পর্কিত তথ্য জেনে প্রতিদিন ঘর থেকে বের হওয়ারও পরামর্শ দেন ত্রাণমন্ত্রী মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।