ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মেধার মাধ্যমে অর্জিত ডিগ্রিকে কাজে লাগাতে হবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
মেধার মাধ্যমে অর্জিত ডিগ্রিকে কাজে লাগাতে হবে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠান

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী বলেছেন, ‘মেধা ও শ্রম দিয়ে অর্জিত ডিগ্রিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। জ্ঞানের মাধ্যমে সমাজকে আলোকিত করতে হবে।’

শুক্রবার (২০ এপ্রিল) সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ’র ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বায়েজিদের আরেফিন নগরের স্থায়ী ক্যাম্পাসে লিয়াকত আলী চৌধুরী আরও বলেন, ‘নিজের উপর আস্থা রাখতে হবে।

কারণ অনেক সমালোচনা পেরিয়ে কাঙ্খিত লক্ষে পৌঁছতে হয়। শুধু এতটুকু বলবো, যে আস্থা ও ভালোবাসায় সাদার্নকে বেছে নিয়েছো, তা ব্যর্থ হয়নি।
তোমাদের সাফল্য মানে আমাদের স্বার্থকতা। ’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, ‘অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এটাই সাদার্নের সাফল্য। শিক্ষার্থীরাই ইউনিভার্সিটির চালিকা শক্তি, তোমাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ ও জাতির কাঙ্খিত উন্নয়ন। যারা সাদার্ন থেকে ডিগ্রি অর্জন করেছো, তারা আজীবনের জন্য সাদার্নের হয়ে গেলে। জ্ঞান ও মেধা দিয়ে সব ধরনের সমালোচনা ও অপশক্তিকে রুখে দিতে হবে। তোমাদের সাফল্য মানে ইউনিভার্সিটির সাফল্য। ’

ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ বলেন, ‘ইসলামিক স্টাডিজ বিভাগের চমৎকার আয়োজনে আমি মুগ্ধ। গতানুগতিক অনুষ্ঠানের ধারা থেকে বেরিয়ে এই বিভাগ নতুন ধারার শুভ সূচনা করলো। মেধা ও যোগ্যতা দিয়ে বিশ্বব্যাপী সাদার্নের সুনাম ছড়িয়ে দেবে এটাই প্রত্যাশা। ’

ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মঈনুদ্দীন আহমদ খানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইসরাত জাহান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, প্রভাষক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রকাশনা ‘আল-কিন্দি’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সভাশেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।