ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রীবাহী বাস উল্টে আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
যাত্রীবাহী বাস উল্টে আহত ৪ প্রতীকি

চট্টগ্রাম: নিয়ন্ত্রণ হারিয়ে নগরের বহদ্দারহাট-নিউমার্কেট রোডে চলাচলকারী যাত্রীবাহী এক নম্বর বাস উল্টে ৪ জন আহত হয়েছেন। শনিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে লালদীঘির উত্তরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-আনোয়ার হোসেন (৬৫), মো. শহীদ (৩৫), রাজীব কান্তি চক্রবর্তী (২২) ও নাজির আহমেদ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার ‍বাংলানিউজকে জানান, বহদ্দারহাট-নিউমার্কেট রোডে চলাচলকারী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন আহত হয়েছেন।

এদের মধ্যে রাজীবের অবস্থা গুরুতর। হাসপাতালের ২৬, ২৮ ও ক্যাজুয়েলিটি ওয়ার্ডে আহতদের চিকিৎসাসেবা চলছে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।