ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে চায়

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসতে চায় কারামুক্ত বিএনপির নেতাকর্মীদের সাথে আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম: ভিন্নমতের লোকদের দমন নিপীড়ন করে সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে আবারো ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে নগরের মেহেদীবাগের নিজ বাসভবনে বিএনপির সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে কালে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা আখ্যা দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিনা অপরাধে দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দী রেখে আরো একটি ভোটারবিহীন নির্বাচন করার পায়তারা করছে।

কিন্তু দেশের জনগণ বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে কোন নির্বাচন এদেশে হতে দেবে না। সরকার জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে।
সমস্ত প্রতিষ্ঠানগুলো দলীয়করণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। দেশে চরম অবস্থা বিরাজ করছে। জনগণ এ অবস্থা থেকে মুক্তি চায়। ’

এর আগে মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল হাসান, ইপিজেড থানা বিএনপির সহ-সভাপতি মো. শাহাজাহান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেনসহ বিএনপির ১৫ নেতাকর্মী কারাগার থেকে মুক্ত হয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সৌজন্য সাক্ষাতকালে নগর বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন, অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, নগর বিএনপি’র জলবায়ু বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, সহ-আইন বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন শাহিন, সদস্য নাছির মোহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান, বন্দর থানা বিএনপি’র সভাপতি হাজী হানিফ সওদাগর, ইপিজেড থানা বিএনপি’র সভাপতি সরফরাজ কাদের রাসেল, সাধারণ সম্পাদক আবু তালেব রোকন, বন্দর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ওসমান, ইপিজেড থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইমরান, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক আহমদ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আশরাফ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হারুণ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।