ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছয় বছর দৃঢ়তার সাথে এগুতে হবে: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
ছয় বছর দৃঢ়তার সাথে এগুতে হবে: মেনন লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর ২১তম বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন । ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

চট্টগ্রাম: সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বাংলাদেশ এখন স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আমাদের এই অভিযাত্রাকে টেকসই করতে হলে আগামী ছয় বছর দৃঢ়তার সাথে সামনের দিকে এগুতে হবে।’

শুক্রবার (২০ এপ্রিল) সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনব্যাপী লায়ন্স জেলা ৩১৫ বি-৪ এর ২১তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে স্থিতভাবে অধিষ্ঠিত করতে হলে আগামী ছয় বছর সবাইকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

২০২১ সালের সুবর্ণজয়ন্তিতে আমরা বাংলাদেশে এ আনন্দ উদযাপন করবো। বাংলাদেশে এখন ৬৯০ এরও অধিক লায়ন্স ক্লাব আছে।
যেখানে হাজারো লায়ন্স সদস্য আছেন। চট্টগ্রামে তদানীন্তন পূর্ব পাকিস্তানে লায়নিজমের সূচনা করেন এমআর সিদ্দিকী। যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও অনন্য ভূমিকা পালন করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে কাজ করেছেন। এই লায়ন্স ক্লাব শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, পুষ্টিসহ দেশের অনেকক্ষেত্রে কাজ করছে। এছাড়াও দেশের অন্ধত্ব নিবারণে তাদের ভূমিকা রয়েছে। সরকারের পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েদের সমাজের মূল শ্রোতাধারায় নিয়ে আসতে এবং শিক্ষায় শিক্ষিত করতেও তারা সহযোগিতা করছে। যদিও আমরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। ’

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘প্রথম থেকে দশম শ্রেণির দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সরকার ব্রেইল বই দিচ্ছে। কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলেই তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। একশ টাকার একটি ব্রেইল বই তাদের দুই হাজার টাকায় কিনতে হয়। পোহাতে হচ্ছে নানা দুর্ভোগে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। ’

এসময় প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠার জন্য লা্য়ন্সদের প্রতি আহবান জানান সমাজকল্যাণমন্ত্রী। যেটি প্রতিবন্ধীদের জন্য অনেক বড় কাজ হবে বলেও মত প্রকাশ করেন তিনি।

লায়ন্সের জেলা গভর্নর মোহাম্মদ মনজুর আলম মঞ্জুর সভাপতিত্বে সম্মেলনে প্রথম ভাইস জেলা গভর্নর নাসিরুদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কামরুন মালেক, সাবেক গভর্নর শাহ আলম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।