ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্রামীণফোনের ডিজিটাল উদ্যোক্তা কর্মশালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
গ্রামীণফোনের ডিজিটাল উদ্যোক্তা কর্মশালা গ্রামীণফোনের কর্মশালায় অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা

চট্টগ্রাম: গ্রামীণফোনের উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামে হয়ে গেল ‘ডিজিটাল উদ্যোক্তা’ কর্মশালা। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।

বিশ্বজুড়ে চলমান ডিজিটাল রূপান্তর নিয়ে চট্টগ্রামে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রামীণফোন নগরে বিভিন্ন মহলের সঙ্গে কাজ করছে। কর্মশালাটি এ কার্যক্রমেরই অংশ।

ডিজিটাল ব্যবসার সম্ভাবনা ও কীভাবে ব্যবসায় সফল হওয়া যায়, তা নিয়ে কর্মশালায় আলোচনা হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন।

জেলা প্রশাসক বলে, ‘একমাত্র সাহসী মানুষরাই উদ্যোক্তা হতে পারেন।  সাহস ছাড়া এটা হয় না। জনপ্রশাসন কাজকে সহজ এবং আরও কার্যকর করতে সরকারের নতুন নতুন অ্যাপ্লিকেশন প্রয়োজন।

তরুণদের ক্ষুদ্র উদ্যোগ এবং প্রচেষ্টা এ বিষয়ে আমাদের সাহায্য করতে পারে। ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আমির মোহাম্মাদ নাসরুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার কাজী মাহবুব হাসান, চট্টগ্রাম সার্কেলের প্রধান শাওন আজাদ এবং হেড অব কমিউনিকেশনস তালাত কামাল এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।