ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
চমেক হাসপাতালে কয়েদির মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন মো. মনু মিয়া (৩২) মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ১২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, কক্সবাজার জেলা সদরের বৈদ্যঘোনা এলাকার মৃত নূর আহম্মদের ছেলে মনু মিয়া মাদকের মামলায় দুই বছরের সাজা ভোগ করছিলেন। শুক্রবার (১৩ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে রেফার করা হয়।

এদিকে, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো গুরুতর আহত অজ্ঞাত পরিচয়ের এক তরুণীকে চমেক হাসপাতালর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

এএসআই আলাউদ্দিন জানান, ভোর সাড়ে পাঁচটায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ২০ বছর বয়সী ওই তরুণীকে চমেকের জরুরি বিভাগে আনার পরপরই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই তরুণীকে সীতাকুণ্ডের জগন্নাথ আশ্রম এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক ভদ্রলোক বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।