ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তিন ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, জলজট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
তিন ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, জলজট আগ্রাবাদ সিডিএ আবাসিকে জলজট

চট্টগ্রাম: সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিস বৃষ্টিপাত রেকর্ড করেছে ৩২ মিলিমিটার। ২৪ ঘণ্টার হিসাবে যা ৩৩ দশমিক ৬ মিলিমিটার। এতে নগরের নিম্নাঞ্চলে জলজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বাংলানিউজকে জানান, কালবৈশাখী ঝড়ের কারণে সকালে ভারী বৃষ্টিপাত হয়েছে। ভোররাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত মাত্র ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এর পরের তিনঘণ্টায় ৩২ মিলিমিটার রেকর্ড হয়েছে।

তিনি জানান, কোনো সতর্ক সংকেত নেই।

তবে শুক্রবার পর্যন্ত থেমে থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে যথারীতি আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকাসহ নগরীর নিম্নাঞ্চলের কিছু কিছু এলাকায় জলজট দেখা দিয়েছে।

এদিকে, কার্প জাতীয় মাছ রুই, কাতলা, মৃগেল ও কালবাউশের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীতে এখনো মা-মাছ ডিম ছাড়েনি। তবে মাছের ডিম সংগ্রহকারী জেলেরা প্রস্তুত রয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরীয়া বাংলানিউজকে জানান, মা-মাছ প্রথমে কিছু নমুনা ডিম ছাড়বে। এর মধ্যে দিয়ে ডিম ছাড়ার উপযোগী পরিবেশ রয়েছে কিনা তা মাছগুলো পরীক্ষা করে। বিশেষ করে পানির উঞ্চতা, লবণাক্ততার পরিমাণ, স্রোত ইত্যাদি।

জলাবদ্ধতার দুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে যত চেষ্টা

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।