ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ২ যুবকের কারাদণ্ড

কক্সবাজার: কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে দুই যুবককে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে জেলা দায়রা জজ (প্রথম) এর বিচারক বেগম সালমা খাতুন এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শেখ আবছার কামাল ও একই ইউনিয়নের আলীখালী এলাকার ইসলাম মিয়ার ছেলে রশিদ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ জুন ৯ হাজার ৯২০ পিস ইয়াবা, ৩ লাখ ৯০ হাজার নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ ওই দু’যুবককে আটক করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

দীর্ঘদিন মামলার বিচার কার্য শেষে বুধবার দুপুরে এ রায় দেন আদালত।

জেলা দায়রা জজ (প্রথম) কক্সবাজারের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ জানান, ইয়াবা দমনে এ রায় অনেক ভূমিকা রাখবে। দীর্ঘদিন বিচার কার্য শেষে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
টিটি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।