ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বলুয়ার দীঘির পাড়ে ঝুট-গুদামে আগুন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
বলুয়ার দীঘির পাড়ে ঝুট-গুদামে আগুন

চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানার বলুয়ার দীঘির পাড় এলাকায় পরিত্যক্ত সিগারেটের আগুন থেকে কাটা কাপড় ও ঝুট-গুদাম পুড়ে গেছে। এতে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেল চারটার দীঘির উত্তর পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মো. হোসেনের মালিকানাধীন ওই গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, মঙ্গলবার ভোর পৌনে চারটায় হালিশহরের ছদু চৌধুরী সড়কের প্রিয়রঞ্জন নাথের একটি কাঁচা বসতঘরে বিড়ি-সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি পানিবাহী গাড়ি এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।