ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে ঐতিহাসিক মুজিবনগর দিবসের সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান ।

চট্টগ্রাম: তরুন প্রজন্মকে দেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাঙালি জাতির ইতিহাস তুলে ধরতে হবে জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় তরুন প্রজন্মকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে।’

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মো. আবদুল মান্নান বলেন, ‘১৭ এপ্রিল বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।

জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতার নেতৃত্বে মুজিবনগর সরকার পরিচালিত হতো। দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি।
স্বাধীনতা যুদ্ধে এদেশের ৩০ লাখ লোক হয়েছেন। অসংখ্য মা-বোন বীরাঙ্গানা হয়েছেন। আজ এই মহান দিনে দেশের সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। ’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘জাতিরপিতা বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে পাকিস্তানি হানাদার ও বর্বর বাহিনীর বিরুদ্ধে মুক্তিসংগ্রামের যে সূচনা করেছিলেন। পরে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে সেটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। পরবর্তীতে ১৭ এপ্রিল স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। ১৮ এপ্রিল পাকিস্তানি শাসক গোষ্ঠি সেখানে নির্বিচারে মানুষ হত্যা করে। কিন্তু নতুন প্রজন্মের সন্তানেরা জাতিরপিতা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাসহ যারা দেশের স্বাধীনতার জন্য আত্মহুতি দিয়েছেন তাদের সম্পর্কে তেমন কিছু জানে না। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের এসব ইতিহাস জানাতে হবে। ’

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাব উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ ও জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা।

সভায় মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান।

কবি ফারুক তাহেরের সঞ্চালনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাশহুদুল কবির, জহুর আহমদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন চৌধুরী রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

সভাশেষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।