ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি দুপুরে ছিল প্রখর রোদ, বিকেলে ঝড়ো হাওয়ার সঙ্গে ছিল হালকা বৃষ্টি। ছবি: সোহেল সরওয়ার,বাংলানিউজ

চট্টগ্রাম: ভ্যাপসা গরম কমছিল না। এমনকি মেঘের দেখাও ছিল না এত দিন। অবশেষে বৈশাখ শুরুর চার দিনের মাথায় ঝড়ো বাতাস ও হালকা বৃষ্টির দেখা মিলল। তার জেরে স্বস্তি ফিরেছে নগরে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে শুরু হওয়া ঝড়ো বাতাসটি এ জনপদে মৌসুমের প্রথম কালবৈশাখী। থেমে থেমে প্রায় দেড় ঘণ্টা ছিল দমকা হাওয়া।

পরে হালকা বৃষ্টিও হয়। রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুধু নগরীতে নয়, মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায়ও দমকা হওয়া বয়ে গেছে।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে। সেখানকার শিক্ষার্থীরা জানিয়েছে, ঘণ্টাব্যাপী ঝড়ো বাতাসে ক্যাম্পাসের কিছু গাছের ডালপালা ভেঙেছে। তবে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

দুপুরে ছিল প্রখর রোদ, বিকেলে ঝড়ো হাওয়ার সঙ্গে ছিল হালকা বৃষ্টি।  ছবি: সোহেল সরওয়ার,বাংলানিউজ

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বাংলানিউজকে বলেন, ‘ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে ক্যাম্পাসে। হালকা কিছু গাছের ডাল-পালা ভাঙলেও তেমন ক্ষতি নেই। ’

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বাংলানিউজকে বলেন, ‘দেড় ঘণ্টাব্যাপী ঝড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার। পরে হালকা বৃষ্টিও হয়েছে। এপ্রিল মাসজুড়ে এ রকম ঝড়ো বাতাস বৃষ্টি হতে পারে। তবে বুধবার আবহাওয়া স্বাভাবিক থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।