ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় ২ নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় ২ নারী নিহত

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার নিজামপুর ও বড়তাকিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল আটটার দিকে নিজামপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাজেদা বেগম (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন।  নিহত সাজেদা মধ্যম ওয়াহেদপুরের আকতার হোসেনের স্ত্রী।

 

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবুল হাসেম দুর্ঘটনার বিষয়টি স্বীকার করেছেন।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪২ বছরের অজ্ঞাত নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোরে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বাংলানিউজকে বলেন, বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে সড়কের মাঝখানে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখান থেকে তার ছিন্নভিন্ন মরদেহটি উদ্ধার করি। এখনো পরিচয় জানা যায়নি।

এলাকার লোকজনের ধারণা ওই নারী মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে।  

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সোহেল সরকার বাংলানিউজকে জানান, বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে মহাসড়কের চট্টগ্রাম-ঢাকা লেনের মাঝখানে ওই নারীর মরদেহটি পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।