[x]
[x]
ঢাকা, বুধবার, ২ শ্রাবণ ১৪২৫, ১৮ জুলাই ২০১৮

bangla news

বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-১৬ ৭:১৮:৩৪ পিএম
দুর্ঘটনার পর পুলিশ বাস ও কাভার্ডভ্যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।  ছবি: বাংলানিউজ

দুর্ঘটনার পর পুলিশ বাস ও কাভার্ডভ্যান সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের বন্দর থানাধীন কাস্টম মোড় এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাভার্ডভ্যান চালক আহত হন।

বন্দর থানার উপ-পরিদর্শক এসআই তৌফিক বাংলানিউজকে জানান, সিটি সার্ভিস বাসটি আগ্রাবাদের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর আমরা এসে ব্যস্ততম সড়কটিতে দ্রুত যান চলাচল স্বাভাবিক করে দিই।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় একজন চালককে জরুরি বিভাগে আনা হয়েছিল। তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa