ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫০ দুস্থ পেলেন কাপড়, ৪৭ মেধাবীর হাতে পুরস্কার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
৫০ দুস্থ পেলেন কাপড়, ৪৭ মেধাবীর হাতে পুরস্কার বক্তব্য দেন দেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম: রাউজান উপজেলার কলমপতি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ৫০ দুস্থ মানুষকে কাপড় ও ৪৭ মেধাবী শিক্ষাথীকে পুরস্কার দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

কলমপতি সমাজকল্যাণ পরিষদের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অমর কৃষ্ণ দে।

বিশেষ অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, চিকদাইর ইউনিয়ন চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক দীপক দত্ত।

প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।

অতিথি ছিলেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী সাবু ও সাউদার্ন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. জয়ব্রত দাশ।

প্রধান অতিথির কাছ থেকে সেরা সংগঠকের ক্রেস্ট নেন অমর কৃষ্ণ দে।

এবিএম ফজলে করিম চৌধুরী কলমপতি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগের প্রশংসা করেন। তিনি আগামী দিনে সুন্দর রাউজান গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি দুস্থদের হাতে কাপড় ও মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা,  এপ্রিল ১৫, ২০১৮
এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।