দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী হরিমন্দির এলাকার সুজন ঘোষ, যদু ঘোষ ও সমীর দে। এরমধ্যে সুজন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।
বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভিন এই রায় দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম সেন্টু জানান, ২০১১ সালের ৮ জুন দক্ষিণ কাট্টলীর হরিমন্দির এলাকার চন্দনা রাণী দাশের মেয়ে পান্নাকে তিনজন মিলে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করে।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আইনের ৪ ধারায় আসামিদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।
বাংলাদেশ সময়: ২০২০ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এমইউ/টিসি