ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, এপ্রিল ৪, ২০১৮
গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড ছবি: প্রতীকী

চট্টগ্রাম: গণধর্ষণের পর তরুণীকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী হরিমন্দির এলাকার সুজন ঘোষ, যদু ঘোষ ও সমীর দে। এরমধ্যে সুজন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।

বাকি দু’জন পলাতক রয়েছেন।

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভিন এই রায় দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম সেন্টু জানান, ২০১১ সালের ৮ জুন দক্ষিণ কাট্টলীর হরিমন্দির এলাকার চন্দনা রাণী দাশের মেয়ে পান্নাকে তিনজন মিলে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা করে।

রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই আইনের ৪ ধারায় আসামিদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ২০২০ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।