মানববন্ধনে মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে সামাজিক সংগঠন ও রাজনীতিবিদরা একাত্মতা প্রকাশ করেন।
সাংবাদিক নেতারা বলেন, এমএস আকাশ সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক।
সাংবাদিক নেতারা অভিযোগ করে বলেন, ফটিকছড়ির সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারীসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এ সমস্ত অনিয়মের প্রতিকার না করে উল্টো চিহ্নিত মামলাবাজকে উস্কানি দিয়েছে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি টিকতে পারবেনা। অবিলম্বে সাংবাদিক আকাশের বিরুদ্ধে দাযেরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন।
প্রতিবাদ সভায় পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল ইসলাম, চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. ফারুক, সাইফুল্লাহ চৌধুরী, হোসাইন তৌফিক ইফতেখার, আবদুস সাত্তার, আবু মুছা জীবন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সেকান্দর হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্ত্তী, কাইয়ুম চৌধুরী, ফোরকান আবু, জাসদ নেতা সরোয়ার আজম আরজু, যুবলীগ নেতা জাবেদুল আজম মাসুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সরোয়ার কাজী সুরুজ, আওয়ামী লীগ নেতা মঈনুদ্দিন মঈনু, কাউন্সিলর জয়নাল আবেদিন, মাসুদুল আলম মাসুদ প্রমুখ।
সরকারি প্রকল্প ভাগ বাটোয়ারা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আকাশের বিরুদ্ধে সম্প্রতি ৫৭ ধারায় দুটি মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
এসবি/টিসি