ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

১৬০ একরের বনায়ন প্রকল্পের পথ বন্ধ, পাল্টাপাল্টি জিডি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, এপ্রিল ৪, ২০১৮
১৬০ একরের বনায়ন প্রকল্পের পথ বন্ধ, পাল্টাপাল্টি জিডি সদ্য দেওয়া কাঁটাতারের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ রয়েছে।

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলায় ১৬০ একরের বনায়ন প্রকল্পে প্রবেশের পথ বন্ধ করে দেওয়ার ঘটনায় থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পিএইচপি ও কেএসআরএম কর্তৃপক্ষ।

পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রশাসনিক কর্মকর্তা মো. সুলতান মিয়া ১ এপ্রিল (রোববার) এ ডায়েরি (নম্বর ১৫৩৩) করেন।  

ডায়েরিতে বলা হয়েছে, গত ২৯ মার্চ আনুমানিক সকাল ৯টায় পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পূর্বপাশে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে লিজ নেওয়া ভোগ দখলীয় ভূমি কেএসআরএমের ৪শ থেকে ৫শ ভাড়াটে সন্ত্রাসী দখল করে নেয়।

এ সময় তারা পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪ নম্বর গেটে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এ হামলার কারণে পিএইচপির নিজস্ব নিরাপত্তারক্ষী ও ফ্যাক্টরির নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যসহ বেশকিছু কর্মরত শ্রমিক আহত হয়।
 

পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পূর্ব পাশে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে নেওয়া লিজ ও ভোগ দখলীয় ভূমির পরে পিএইচপির ১৬০ একরের একটি বনায়ন প্রকল্প রয়েছে। কেএসআরএমের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিএইচপির লিজ নেওয়া জায়গায় পিলার ও কাঁটাতারের ঘেরা দিয়ে ওই বনায়ন প্রকল্পে যাওয়ার প্রবেশপথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পিএইচপির একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, কেএসআরএমের সদ্য দেওয়া কাঁটাতারের বেড়ার সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ রয়েছে। যাতে কেউ ওই বেড়ার সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে।

অন্যদিকে কেএসআরএম কর্তৃপক্ষ বলছে, মার্চ মাসের ১৩ তারিখ পিএইচপির ভাড়াতে সন্ত্রাসীরা কেএসআরএম এর লিজকৃত জমিতে হামলা চালিয়ে সীমানা পিলার ভাঙচুর করে লোহার পিলার নিয়ে যায়। পরে একই মাসের ২৯ তারিখ ওই সীমানা ভেড়া মেরামত করে চলে আসার সময় পিএইচপির ভাড়াটে সন্ত্রাসীরা তাদের তাদের উপর হামলা চালায়। এতে নিরাপত্তারক্ষীসহ বেশ কয়েকজন আহত হয়ে সীতাকুণ্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় প্রসাশনকে জানানো হয়েছে বলেও দাবি কেএসআরএম কর্তৃপক্ষের। পরে থানায় জিডি করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন, রেলওয়ের অব্যবহৃত ভূমি চার ক্যাটাগরিতে লিজ দেওয়া হয়। এর মধ্যে কৃষি শ্রেণির জমিতে স্থাপনা তৈরি বা দীর্ঘস্থায়ী কাঁটাতারের ঘেরা দেওয়ার নিয়ম নেই।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮/আপডেটেড 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।