ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্রযুক্তির ব্যবহার ছাড়া সার্বিক উন্নয়ন অসম্ভব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ৩, ২০১৮
প্রযুক্তির ব্যবহার ছাড়া সার্বিক উন্নয়ন অসম্ভব প্রযুক্তির ব্যবহার ছাড়া সার্বিক উন্নয়ন অসম্ভব, ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

মঙ্গলবার বিকেলে নগরীর পেনিনসুলা হোটেলে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের চট্টগ্রামে ফোর-জি সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

মেয়র বলেন, চট্টগ্রাম দ্বিতীয় রাজধানী বাণিজ্যিক রাজধানী বলা হয়ে থাকে।

দেশের অর্থনীতিতে চট্টগ্রামের অবদান অনেক। কিন্তু অনেক ক্ষেত্রেই সুবিচার করা হয় না।
 এ নিয়ে সবার মধ্যে আক্ষেপ, অভিমান, কষ্ট আছে। কেউ প্রকাশ্যে বলে কেউ বলে না।  

তিনি বলেন, চট্টগ্রামের ফোর-জি সেবা চালু হচ্ছে এটা আমাদের জন্য সুসংবাদ।  কারণ এখন প্রযুক্তির কোন বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে মানুষকে যতবেশি সম্পৃক্ত করতে পারবো ততই সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।    

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ফোর-জি সেবা চালু করেছে মোবাইল অপারেটর কোম্পানি ‘বাংলালিংক’। মঙ্গলবার নগরীর হোটেল পেনিনসুলায় এ সেবার উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।  

অনুষ্ঠানে জানানো হয়, ফোর-জি নেটওয়ার্ক দ্রুত গতির ইন্টারনেট প্রদানের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের জন্য উচ্চমানের বাফার ফ্রি ভিডিও স্ট্রিমিং, ভিডিও কলিং, হাই ফিডেলিটি মিউজিক স্ট্রিমিং, অনলাইন গেইম, স্যোশাল নেটওয়ার্কিংসহ সব ধরনের ইন্টারনেট সেবার সুবিধা নিশ্চিত করবে।   এছাড়া আর্থ-সামাজিক দৃষ্টিকোণ থেকে ফোরজি স্বাস্থ্য সেবা, ভিডিওর মাধ্যমে শিক্ষা গ্রহণ, যোগাযোগ ব্যবস্থা ও বিভিন্ন অর্থসেবার মান বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, দেশের অন্যতম একটি বাণিজ্যিক অঞ্চল হিসেবে চট্টগ্রাম উন্নত মানের ডিজিটাল সেবার দাবিদার। আমরা বিশ্বাস করি ফোর-জি চট্টগ্রামের বাণিজ্যিক কার্যক্রমের ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য ভূমিকা পালনের পাশাপাশি এ অঞ্চলের মানুষেল জীবনযাত্রায় গুণগত পরিবর্তন আনতে সাহায্য করবে।

গত সপ্তাহে সিলেটে ফোর-জি সেবা চালু করেছিল বাংলালিংক। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে সীমিত আকারে ফোর জি সেবা চালু হয়েছিল।

এসময় অন্যান্যের মধ্যে বাংলালিংকের বিটুসির রিজিওনাল ডিরেক্টর সৌমেন মিত্র, ব্যবস্থাপনা সদস্য, আঞ্চলিক কর্মকর্তা ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০২ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।