ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহির কী অপরাধ, দিনেদুপুরে কুপিয়ে মারতে হবে?

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
মহির কী অপরাধ, দিনেদুপুরে কুপিয়ে মারতে হবে? মহির কী অপরাধ, দিনেদুপুরে কুপিয়ে মারতে হবে? প্রশ্ন আ জ ম নাছিরের

চট্টগ্রাম: যুবলীগ কর্মী মহিউদ্দিন মহির খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রশ্ন রেখেছেন, সে এমন কী অপরাধ করেছে তাকে দিনেদুপুরে কুপিয়ে মারতে হবে?

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেলে মেহের আফজল উচ্চ বিদ্যালয় মাঠে মহিউদ্দিনের জানাজায় তিনি এ প্রশ্ন রাখেন। জানাজায় নানা বয়সী মানুষের ঢল নামে।

 

আ জ ম নাছির বলেন, যারা অপরাধী তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।

দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানাচ্ছি পুলিশ প্রশাসনের প্রতি।

জানাজায় অংশ নেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আবদুর লতিফ, নুরুল আলম, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, এম হাসান মুরাদ, মো. হাসান প্রমুখ।

মহির কী অপরাধ, দিনেদুপুরে কুপিয়ে মারতে হবে? প্রশ্ন আ জ ম নাছিরের

জানাজা শেষে আওয়ামী লীগের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন।  

সোমবার (২৭ মার্চ) বিকেল তিনটার দিকে যুবলীগকর্মী মহিউদ্দিনের মাথা, বুক, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে।

যুবলীগকর্মী খুন, আওয়ামী লীগনেতাসহ আসামি ১৭

যুবলীগকর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ১

হালিশহরে কুপিয়ে যুবলীগ কর্মী খুন      

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮

এআর/টিসি        

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।