ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি

চট্টগ্রাম: ‘২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা’ দিবসের স্বীকৃতি প্রদানের দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সেক্টর কমান্ডার্স ফোরাম, মহানগর ও চট্টগ্রাম জেলা শাখা উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

একাত্তরের ২৫ মার্চের সেই ভয়াল কালো রাতে সংগঠিত জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যুগ্ম সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক।

প্রধান বক্তা ছিলেন সেক্টর কমান্ডার্স ফোরামের বিভাগীয় সদস্য সচিব বেদারুল আলম চৌধুরী বেদার।

সভায় বক্তারা বলেন, একাত্তরের পঁচিশে মার্চের সেই ভয়াল কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল।

মুক্তিযুদ্ধে এতো জীবন পৃথিবীর কোন জাতিকে দিতে হয়নি। এ হত্যাযজ্ঞে ছিল এদেশীয় দোসর-রাজাকার আলবদর বাহিনীর মাতৃসংগঠন জামায়াত ইসলাম। তাই যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচার ও নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। সমাবেশ শেষে মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে চেতনার আলো জ্বালানোর শপথ নেয়া হয়।    

জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার্স ফোরামের মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বি কে বিশ্বাস বিপ্লব, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা ফজল আহম্মদ, ফোরকান উদ্দিন আহমেদ, ন্যাপ নেতা মিটুন দাশগুপ্ত, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের কেন্দ্রীয় সদস্য সরওয়ার আলম মনি, সংগঠনের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়ের আহম্মদ, সেলিম চৌধুরী, শাহেদ মুরাদ শাকু, আব্দুল মালেক খান, জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, নুরুল হুদা চৌধুরী, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশি, সেলিমুর রহমান, আ জ ম উদ্দিন মাহমুদ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, লেয়াকত হোসেন, সাইফুল আলম বাবু, অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন রাসেল, শফিকুর রহমান, পংকজ রায়, নাছির উদ্দিন রিয়াজ, আরিফ মঈনুদ্দিন, মঈনুল আলম খান, কামাল উদ্দিন, দীপন দাশ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, ইঞ্জিনিয়ার রুহুল আমীন, অ্যাডভোকেট ফাতেমা বেগম, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।