ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সংবাদমাধ্যম মানুষকে জাগিয়ে দেয়ার অসম শক্তি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
সংবাদমাধ্যম মানুষকে জাগিয়ে দেয়ার অসম শক্তি সংবাদমাধ্যম মানুষকে জাগিয়ে দেয়ার অসম শক্তি

চট্টগ্রাম: সংবাদ মাধ্যম মানুষকে জাগিয়ে দেয়ার অসম শক্তি হিসেবে কাজ করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

শুক্রবার (২৩ মার্চ) সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে চারুলতা সংকলিত ২৫ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সংবাদপত্র মানুষের চোখ খুলে দেয়।

সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে দেশের সার্বিক অগ্রগতিতে অনন্য ভূমিকা পালন করে। একসময় সামাজিক দায়বোধ থেকে ‘চারুলতা’র জন্ম হলেও, তা এখন শিল্প-সাহিত্য-সংস্কৃতির সর্বক্ষেত্রে বিচরণ করছে।
১৯৯৬ সাল থেকে পত্রিকাটি পাঠকদের ভালবাসায় স্ব-মহিমায় সমুজ্জল হয়ে থাকা কম গৌরবের কথা নয়।

চারুলতা সম্পাদক চারুউত্তম বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, কথাসাহিত্যিক ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, পেশাজীবি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠির মহাসচিব আশীষ কুমার বড়ুয়া, বৌদ্ধ একাডেমির সচিব সুজন কুমার বড়ুয়া, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া।

সভায় মঙ্গলবাণী পাঠ করেন বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।

শিবা বড়ুয়া চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চারুলতার উপদেষ্টা সম্পাদক, রম্যলেখক রাজীব কান্তি বড়ুয়া, উৎসব কমিটির আহবায়ক বিপ্লব বড়ুয়া ও সচিব প্রিয়রঞ্জন বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad