ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন নামে লালদীঘির ‘নোভেল টি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
নতুন নামে লালদীঘির ‘নোভেল টি’ নিউ সাধু মিষ্টি ভাণ্ডার উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: লালদীঘির পাড়ের বিখ্যাত ‘নোভেল টি রেস্টুরেন্ট’ নতুন নামে যাত্রা শুরু করেছে। ‘নিউ সাধু মিষ্টি ভাণ্ডার’ নামে প্রতিষ্ঠানটি আগের স্বাদে গরম গরম রসগোল্লা, চমচম, লালমোহন, সন্দেশ, রসমালাই, রাবরি, কাটলেট, ডিম চপসহ রকমারি খাবার তৈরি করছে।

বৃহস্পতিবার (২২ মার্চ) সন্ধ্যায় ফিতা কেটে নিউ সাধু মিষ্টি ভাণ্ডারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহীদুল্লাহ শাহরিয়ার, মহানগর পূজা পরিষদের সভাপতি অরবিন্দ পাল অরুণ, মুক্তিযোদ্ধা অজিত দাশগুপ্ত, রানা বিশ্বাস, রাকেশ বিশ্বাস, প্রতিষ্ঠানের পরিচালক রুবেল সাহা, প্রকৌশলী অমিত ধর, নিপুল কুমার দে, পুলক ধর, বিপ্লব দাশ, কমল সেন, সুকুমার কারণ, দ্বৈপায়ন পাল প্রমুখ।

মেয়র বলেন, চট্টগ্রামে সাধুর মিষ্টির কদর রয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা মাস্টারদা সূর্য সেন সাধুর দোকানের রসগোল্লা ও রাবরি পছন্দ করতেন।

বাঙালি মিষ্টিপ্রিয়। গুণগতমান ঠিক রেখে মিষ্টি তৈরি করা হলে গ্রাহকদের সন্তুষ্টি অর্জন সম্ভব। আশাকরি নিউ সাধু মিষ্টি ভাণ্ডার গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হবে।

একসময় আন্দোলনের সূতিকাগার খ্যাত লালদীঘি এলাকার ঐতিহ্যবাহী নোভেল টি রেস্টুরেন্ট ছিল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বরেণ্য ব্যক্তি ও কবি-সাহিত্যিকদের আড্ডাস্থল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad