ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাড়লো মুরগির দাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
বাড়লো মুরগির দাম বাড়ল মুরগির দাম

চট্টগ্রাম: এক সপ্তাহে কমলে, আরেক সপ্তাহে কাঁচাবাজারের দর হু হু করে বাড়ে। স্থির শব্দটি নগরীর বাজারগুলোতে নেই বললেই চলে। ফার্মের মুরগির দাম সপ্তাহ আগে ছিল ১২০-১২৫ টাকা। এ সপ্তাহে তা বেড়ে ১৪৫ টাকা। 

নতুন করে বাজারে এসেই গত সপ্তাহে ঢ্যাঁড়স ৬০ টাকা, ঝিঙে ৬০ ও তিতকরলা ৫০ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এ সপ্তাহে যথাক্রমে ৪৫, ৩০ ও ৫০ টাকায় হচ্ছে।

মাছের বাজারে, গেল সপ্তাহে কম দামে পেলেও এ সপ্তাহে বাড়তি দাম দিতে হচ্ছে।

গত সপ্তাহে তেলাপিয়া কেজিতে ১৪০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ১৬০-১৭০ টাকা বিক্রি হচ্ছে।

রুই মাছ ৩৫০ টাকায় কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যেন ‘ছলানাময়ী’ কাঁচাবাজার দর।

শুক্রবার (২৩ মার্চ) সকালে নগরীর কাজীর দেউড়ি ও চকবাজারে দেখা যায় এ চিত্র।

তবে ক্রেতাদের অভিযোগ, বাজারদরের এ ছলনামীয় স্বভাব বিক্রেতাদের। তারা সুবিধামতো বাড়ায় আর কমায়। বিষয়টি এ রকম, একটি দোকানে যে সবজিটি আছে সেটি যদি অন্য দোকানে না থাকে তাহলে সে ইচ্ছেমতো দর হাঁকায়।

এমনটি বলছিলেন, কাজীর দেউড়ি কাঁচাবাজারে বাজার করতে আসা ব্যাংক কর্মকর্তা নারায়ণ দেব চৌধুরী।

তিনি বাংলানিউজকে বলেন, বাজারে পণ্যের দাম মূলত দোকানিরা বাড়ায়। দিন পার হলেই পণ্যের দাম বাড়া বা কমার বিষয়টি সম্ভব না। এটি দোকানিদের কারসাজি। দুই দিন আগে আমার স্ত্রী এ বাজার থেকে মুরগির কেজি ১৩০ টাকায় নিয়ে যায়। এখন ১৪৫! গত সপ্তাহে আমি কিনেছিলাম ১২৫ টাকায়। সবজি ও মাছের অবস্থাও একই। তাই বাড়ে, তাই কমে।

তবে ব্যবসায়ীদের দাবি, বাজারে মুরগির সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়ে গেছে।

চকবাজার কাঁচাবাজারে ব্যবসায়ী আব্দুস শুক্কুর বাংলানিউজকে বলেন, গত সপ্তাহ থেকে মুরগির দাম বেড়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম। তা-ই দাম বাড়ার কারণ।

অন্যান্য সবজির মধ্যে গাজরের কেজি ২০ টাকা, টমেটো ২০, শসা ৩০, মরিচ ২৫, শিমের বিচি ৬০, বাঁধাকপি ৩০, ফুলকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে দেশি মুরগির কেজি ৩৮০ টাকা, ছাগলের মাংস ৭৫০ ও গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
জেইউ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।