ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় প্রধানমন্ত্রী

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
পটিয়ায় প্রধানমন্ত্রী পটিয়ায় প্রধানমন্ত্রী, ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দিতে পটিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বুধবার (২১ মার্চ) বেলা ২টা ৫৫ মিনিটে হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে পটিয়ার কমলমুন্সির হাটের পাশে নির্মিত হেলিপ্যাডে অবতরণের পর হেলিকপ্টার থেকে নেমে হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

সেখান থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর জনসভা স্থলের দিকে রওয়া দেয়।

মাঠের গ্যালারিতে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি।  ছবি: উজ্জ্বল ধর

বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভা পরিচালনা করছেন সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।