ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
বোয়ালখালীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

চট্টগ্রাম: মাজারের ওরশ নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহ আলম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী তুফান আলী শাহ (রহ.) মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম একই এলাকার নজির আহমদের ছেলে।

গাউছিয়া কমিটি চরণদ্বীপ শাখার সভাপতি তিনি।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরেফা জামিল জানান, বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

পরবর্তীতে তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ মার্চ) চরণদ্বীপের ফকিরাখালী শাহী দরবার শরীফে হযরত শাহ ছুফি তুফান আলী শাহ্ (রহ.) এর বার্ষিক ওরশ।  মাজারেরর ওরশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরে এ সহিংস ঘটনা ঘটেছে।  

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাশ জানান, ওরশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৮
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।