ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

চট্টগ্রাম: জঙ্গি, সন্ত্রাস ও রাজাকার ধ্বংস করে শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার (২০ মার্চ) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, যে জাতি বীরের কদর করতে জানে না, সে দেশে বীর জন্মায় না।

যারা মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে না তারা নতুন ইতিহাস করতে পারে না। আমরা ৩০ লাখ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছি।
আমাদের স্বাধীনতার ইতিহাস জানতে হবে।

মুক্তিযুদ্ধের পক্ষের নেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, যে কারণে মুক্তিযুদ্ধের পক্ষের নেতারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। আমাদের স্বাধীনতার যুদ্ধ শেষ হয়েছে, এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গড়ার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পাড়ি জমিয়েছে। এজন্য কাজ করছে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। উন্নত বিশ্বের তালিকায় বাংলাদেশকে দেখতে হলে এ সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

ক্ষমতায় থেকে দুর্নীতি ও দলবাজি করা যায় না উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্নীতি ও দলবাজি উন্নয়নে বাধা সৃষ্টি করে।

নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, নব্বইয়ের দশকের পর সময়মতো নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার আহ্বান জানান তথ্য মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮ 

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।