ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাদার্ন ইউনিভার্সিটিতে সুশাসন বিষয়ক কর্মশালা 

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
সাদার্ন ইউনিভার্সিটিতে সুশাসন বিষয়ক কর্মশালা  সাদার্ন ইউনিভার্সিটিতে সুশাসন বিষয়ক কর্মশালা 

চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে উচ্চশিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘গুড গর্ভনেন্স ইন দ্যা হাইয়ার এডুকেশন অব বাংলাদেশ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মার্চ) ইউনিভার্সিটির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত হাইয়ার অ্যাডুকেশন কোয়ালিটি এনহেনসমেন্ট প্রজেক্টের (হেকেপ) আওতায় ও বিশ্বব্যাংকের অর্থায়নে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ ও সাদার্ন ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক অধ্যাপক এজেএম নুরুদ্দীন চৌধুরী।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ।  

তিনি বলেন, দেশে এবং প্রতিষ্ঠানে গুড গর্ভনেন্স নিয়ে ব্যাপক সমালোচনা আছে।

কারণ সুশাসনের অভাবে কাঙ্খিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। একমাত্র গুড গর্ভনেন্সই পারে প্রতিষ্ঠানকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে। শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে প্রশিক্ষণের গুরুত্ব অপরসীম। কর্মশালায় গুড গর্ভনেন্স সম্পর্কে প্রাপ্ত জ্ঞান সঠিকভাবে প্রয়োগের প্রতিও গুরাত্বারোপ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান বলেন, প্রতিষ্ঠানের জন্য সুশাসন খুব গুরুত্বপূর্ণ। কেননা, সুশাসন না থাকলে কোনো কাজই সঠিকভাবে এগিয়ে যায় না। সুশাসন মানেই হলো দেশ বা প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিচালনা করা। প্রত্যেকে নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে এবং আমাদের মধ্যে স্বচ্ছতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা থাকতে হবে। তাহলে ইউনিভার্সিটির গুণগতমান নিশ্চিত হবে।

ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসরর ড. শরীফুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও শিক্ষকবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

কর্মশালায় গুড গর্ভনেন্স ইন দ্য হাইয়ার এডুকেশন অব বাংলাদেশ, ইমপেক্ট অব গুড গর্ভনেন্স অন দ্যা কোয়ালিটি অব হাইয়ার এডুকেশন, রিভিউ অ্যান্ড মডিফিকেশন অব ইউনিভার্সিটি রুলস, রেগুলেশনস অ্যান্ড অর্ডিন্যান্স ফর গুড গর্ভনেন্স এসব বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষকবৃন্দ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারি শিক্ষকদের হাতে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।