ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ’ উদযাপনে শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
‘এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ’ উদযাপনে শোভাযাত্রা ‘বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

চট্টগ্রাম: ‘বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে মার্চ অবিস্মরণীয়।

এ মাসে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিয়েছেন। এ মাসে বঙ্গবন্ধুর জন্মদিন।
এ মাসে মুক্তিযুদ্ধ শুরু হয়। এ মাসে আমাদের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ ঘটেছে।

বক্তব্য দেন নগর পুলিশ কমিশনার ‌ইকবাল বাহার, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন প্রমুখ।

‘এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ’ উদযাপনে শোভাযাত্রা 

এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যাতে দুটি ঘোড়ার গাড়ি, একটি রাজকীয় সাজের হাতিসহ ব্যান্ডদল ছিল। হাতির মাহূতের হাতে ধরা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

শোভাযাত্রাটি সার্কিট হাউসের সামনে থেকে বের হয়ে আলমাস মোড়, ওয়াসা মোড়, লালখান বাজার ইস্পাহানি মোড় ঘুরে আবার সার্কিট হাউসে ফিরে আসে।

শোভাযাত্রায় মহানগর পুলিশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, সমবায় বিভাগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ব্যানার, ফ্যাস্টুন নিয়ে অংশ গ্রহণ করে।    

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮ 

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।