ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিককে ক্ষতিপূরণের ৩ কোটি টাকা দিল ওয়াসা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
চসিককে ক্ষতিপূরণের ৩ কোটি টাকা দিল ওয়াসা মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে পে অর্ডারটি তুলে দেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ।

চট্টগ্রাম: নগরীর বিভিন্ন সড়ক কেটে ওয়াসা পানি সরবরাহ লাইন স্থাপনের ক্ষতিপূরণ বাবদ চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) তিন কোটি টাকা আগাম পরিশোধ করেছে।

সোমবার (১৯ মার্চ) দুপুরে নগর ভবনের মেয়রের দপ্তরে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে পে অর্ডারটি তুলে দেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদ আলমসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে পাইপলাইন স্থাপনের জন্য শহরের বিভিন্ন এলাকায় সড়ক কাটা হয়। এ সব সড়ক ওয়াসার কাজ শেষে চসিক মেরামত করবে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।