ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর আগমনে জাগ্রত যুব জনতার আনন্দ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
প্রধানমন্ত্রীর আগমনে জাগ্রত যুব জনতার আনন্দ মিছিল প্রধানমন্ত্রীর আগমনে জাগ্রত যুব জনতার আনন্দ মিছিল। ছবি: সোহেল সরওয়ার,বাংলানিউজ

চট্টগ্রাম: বুধবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে সমাবেশ ও আনন্দ মিছিল বের করেছে জাগ্রত ছাত্র যুব জনতা।

রোববার (১৮ মার্চ) দুপুরে নগরীর কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য মিছিলটি বের হয়।

ভ্যানগাড়িতে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, ঘোড়ার গাড়ি, ব্যান্ডপার্টি ছিল মিছিলের সামনে।

এতে নেতৃত্ব দেন জাগ্রত ছাত্র যুব জনতা’র প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

প্রধানমন্ত্রীর আগমনে জাগ্রত যুব জনতার আনন্দ মিছিল।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/suj-bg320180318125725.jpg" style="margin-bottom:5px; margin-top:5px; width:100%" />

মিছিলে অংশ নেন নগর আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মিছিলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কিছু ফ্যাস্টুন মানুষের নজর কাড়ে। এর মধ্যে ‘কর্ণফুলীর তলদেশে টানেল বানার জিইবে আগামী নির্বাচনত ভোট ফাইবোদে ইবে’, ‘শেখ হাসিনার সরকার সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য বার বার দরকার’, ‘হাম গইজ্যেদে জিইবে ভোট ফাইবোদে ইবে’, ‘পতেঙ্গার তুন ফৌজদারহাট ফইজ্জনতু আউটার সার্কুলার রোড বানার জিইবে ভোট ফাইবোদে ইবে’ ইত্যাদি উল্লেখযোগ্য।

খোরশেদ আলম সুজন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে যখন পাকিস্তানি হায়েনারা আমাদের জনগণের ওপর ‍ঝাঁপিয়ে পড়েছিলেন সেদিন বঙ্গবন্ধু চট্টগ্রামের সিংহপুরুষ জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠিয়েছিলেন। বিজয় ছিনিয়ে আনার জন্য বলেছিলেন। চট্টগ্রামে ফ্লাইওভার হয়েছে, উন্নয়ন হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তি শেখ হাসিনা দিয়েছিলেন। কর্ণফুলীর তলদেশে টানেল করে দুইটি শহরের মধ্যে সেতুবন্ধন রচনা করবেন। বাঁশখালীতে বড় একটি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। আনোয়ারা ও মিরসরাইতে স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে। মহেশখালী ও মাতারবাড়িতে বিদ্যুৎ কেন্দ্র ও এলএনজি টার্মিনাল হচ্ছে। কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন হচ্ছে। এসব হলে চট্টগ্রাম শুধু বাংলাদেশের জন্য নয় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ‘হাব’ হবে।

তিনি বলেন, পটিয়া ঐতিহাসিক শহর। এখানে আবদুল করিম সাহিত্যবিশারদের জন্ম। প্রীতিলতার পটিয়া। সেই পটিয়াতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জনসভা অবশ্যই সফল করতে হবে।   

তিনি বলেন, আমরা বাসে, ট্রেনে, সাম্পানে পটিয়ার জনসভায় যোগ দেব।

জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এএসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব রকিবুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর।

কর্মসূচিতে অংশ নেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কামরুল হোসেন, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান মিয়া, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে সালাউদ্দিন, আতাউল্লাহ চৌধুরী, নগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী সুমন, কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা শওকত হোসাইন, ফরহান আহমেদ, মোহাম্মদ সালাউদ্দিন, খলিলুর রহমান নাহিদ, আজম খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য সাইফুল্লাহ আনসারী, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল কবির, মহিউদ্দিন শাহ, মাইনুল হক লিমন, আবদুস সালাম মাসুম, নারী কাউন্সিলর নিলু নাগ, কাজী হেলাল উদ্দিন, জানে আলম, সাহেদুল আলম অপু, আনিসুর রহমান ইমন, হাজী হোসেন কোম্পানি, এছাক চৌধুরী, হাবিব শরীফ, এনামুল হক মিলন, জাহেদ আহমেদ চৌধুরী, আজিজুর রহমান আজিজ, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু, আফগানী বাবু, ফেরদৌস মাহমুদ আলমগীর, রাজিব হাসান রাজন, আব্দুর রহিম জিল্লু, আশিকুন্নবী চৌধুরী, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান আহমেদ ইমু প্রমুখ।

নিউমার্কেট, কোতোয়ালি, লালদীঘি হয়ে শহীদ মিনার চত্বরে মিছিলটি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad