ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু ও বাঙালির স্বাধীনতা একই সূত্রে গাঁথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বঙ্গবন্ধু ও বাঙালির স্বাধীনতা একই সূত্রে গাঁথা আমরা ক’জন মুজিব সেনার শিশু সমাবেশে বক্তব্য রাখছেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির স্বাধীনতা একই সূত্রে গাঁথা উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘বঙ্গবন্ধু বিহীন দেশের স্বাধীনতা অর্জন কখনো সম্ভব হতো না।’

শনিবার (১৭ মার্চ) বিকেলে আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাহিত্য, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শিশু সমাবেশে তিনি এসব কথা বলেন।

পুরস্কার তুলে দিচ্ছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন

নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন আরও বলেন, পৃথিবীর ইতিহাসে যুগে যুগে অনেক কীর্তিমান রাজনৈতিক নেতা জন্ম হলেও বঙ্গবন্ধুর জীবনাদর্শ ব্যতিক্রম।

আজকের শিশু কিশোরদের মাঝে ‘বঙ্গবন্ধু’র জীবনাদর্শ, আদর্শিক চেতনা, সৃষ্টি ও দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা দেবে।

সভায় বিশেষ অতিথি অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ব্যুরো এডিটর তপন চক্রবর্তী।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুকে জানেন না, তারা বাংলাদেশের ইতিহাস জানেন না। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন অসাম্প্রাদায়িক ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব।

শিশুদের মাঝে মেয়র আ জ ম নাছির উদ্দিন

কাউন্সিলর তারেক সোলেমান সেলিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের কাছে মেধা, মনন ও বোধে জাগ্রত করবে। পড়ালেখার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতা তাদের বিকাশের সহায়ক হবে।  

সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বোখারী আজমের সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলার সদস্য সমন্বয়ক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক যুবনেতা শাহেদুল ইসলাম, আলকরণ ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল আজম, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দীন, মনোয়ার জাহান মনি, বিএমএ’র কার্যকরী সদস্য ডা. হোসেন আহম্মেদ, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাহাব উদ্দীন সজিব, ইসলামীয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নাজমুল আলম খান, সাবেক ছাত্রনেতা আনিফুর রহমান লিটু, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহ আলম, সিটি কলেজ ছাত্র সংসদের জিএস মারুফ আহম্মেদ সিদ্দিকী, রিয়াজউদ্দীন বাজার কর্মচারী সমিতির সভাপতি আব্বাস উদ্দীন, সাধারণ সম্পাদক এমএ জিন্নাহ, সিটি কলেজ ছাত্র সংসদের এজিএস নিয়াজ মোর্শেদ, চট্টগ্রাম হকার্স  লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবলীগ নেতা শাহিন আহম্মদ, আকরাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

শিশুদের নৃত্য পরিবেশনা

শিশু সমাবেশ শেষে দুইদিনব্যাপী রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশের গান, আবৃত্তি, নৃত্য, সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানের শুরুতেই চট্টলকুড়ির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৬টি ইভেন্টে ১৭০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের শীর্ষ স্থানীয় নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও রেডিও টুডে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ, ১৭, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।