ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নানা আয়োজনে প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
নানা আয়োজনে প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন নানা আয়োজনে প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

চট্টগ্রাম: নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব।

শনিবার (১৭ মার্চ) বিকেল ৩ টায় সদস্য সন্তানদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিকেল সাড়ে ৩ টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৪ টায় জাতীয় শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শুকলাল দাশ। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী ও কার্যকরী সদস্য আসিফ সিরাজ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, কোর্সের সমন্বয়ক মিহরাজ উদ্দিন মোহাম্মদ রায়হান এবং কোর্সের প্রশিক্ষক আজিজুল কাদের, ফারুক তাহের বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়

পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, কার্যকরী সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম।

আলোচনা অনুষ্ঠান শেষে সভাপতিসহ অন্যান্য কর্মকর্তারা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। সে সাথে ২ মাসব্যাপী ‘শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি এবং ইংলিশ ফর লাইফ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী ৪০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করেন।

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

চিত্রাংকন প্রতিযোগিতার ক বিভাগে চৌধুরী মোহাম্মদ ফারহান ফরিদ প্রথম, শানজা তাবাসসুম ঐশী দ্বিতীয়, উম্মুল কাওনাইন কাজী দোয়া তৃতীয়। খ বিভাগে মালিহা তুজ সাদিয়া প্রথম, ঐশিকা ভৌমিক দ্বিতীয়, শারদ বল তৃতীয়। গ বিভাগে সানন্দা দাশ প্রথম, ইলমা নাওয়ার পিউলি দ্বিতীয়, চৌধুরী জাওয়াদ যাহিন তৃতীয় এবং ঘ বিভাগে যারিন ইবনাত প্রথম স্থান অর্জন করেছে।

উচ্চারক আবৃত্তিকুঞ্জের পরিচালক ফারুক তাহেরের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।    

বাংলাদেশ সময়: ১৯৫৫ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।