ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিভি জার্নালিস্ট মিডিয়া কাপ ক্রিকেট শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
টিভি জার্নালিস্ট মিডিয়া কাপ ক্রিকেট শুরু টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।  

চট্টগ্রাম: নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে দুই দিনব্যাপী টিভি জার্নালিস্টস মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। 

শুক্রবার (১৬ মার্চ) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।   

টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, একুশে টিভির আবাসিক সম্পাদক রফিকুল বাহার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ক্রিকেট কমিটির সম্পাদক আব্দুল হান্নান আকবর, টিজেএসির সাবেক সভাপতি শামসুল হক হায়দরী, সহ সভাপতি চৌধুরী ফরিদ, সিনিয়র সাংবাদিক মহসিন কাজী, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, জিটিভির ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো, এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ, যুগ্ম সম্পাদক লতিফা আনসারী রুনা, অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, নির্বাহী সদস্য দীপঙ্কর দাশ বাবু, টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়শনের সভাপতি শফিক আহমেদ সাজিব প্রমুখ।

টুর্নামেন্টের প্রথম দিন ৮টি  দলের  ১২টি  খেলা অনুষ্ঠিত হয়। শনিবার (১৭ মার্চ) সকাল নয়টায় গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন চ্যানেল আই ‘বি’ গ্রুপের রানার্স আপ মাছরাঙা টিভির বিপক্ষে এবং সকাল ১০টায় ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন আরটিভি ‘এ’ গ্রুপের রানার্স আপ সময় টিভির মোকাবেলা করবে সেমিফাইনালে।

এরপর ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

টুর্নামেন্টে অংশ নিয়েছে একুশে টিভি, ইনডিপেনডেন্ট টিভি, বৈশাখী টিভি ও জিটিভি।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮ 

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।