ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাত জসিমকে গণ‌পিটু‌নি, পু‌লিশে দিল জনতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
ডাকাত জসিমকে গণ‌পিটু‌নি, পু‌লিশে দিল জনতা ১১ হত্যা মামলার অন্যতম আসামি, দুর্ধর্ষ ডাকাত জসিম উদ্দিন

চট্টগ্রাম: বাঁশখালীর আলোচিত চাঞ্চল্যকর ১১ হত্যা মামলার অন্যতম আসামি, দুর্ধর্ষ ডাকাত জসিম উদ্দিনকে (৩৮)‌ জনতা গণ‌পিটু‌নি দি‌য়ে পু‌লি‌শে সোর্পদ ক‌রে‌ছে।

শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে নয়টায় বাঁশখালীর দুংরা এলাকার রায়ছটা গ্রামে এ ঘটনা ঘটে।

জসিম ওই এলাকার আব্দুস শুক্কুরের ছেলে।

তার বিরু‌দ্ধে ৮টি ডাকা‌তি মামলাও র‌য়ে‌ছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া মো. সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, ‘পলাতক এই আসামি এক বছর আগে বিদেশ থেকে আসে।

সে বিদেশে প্রায় পাঁচ বছর ছিল। দেশে এসে এক বছর আত্মগোপনে থাকার পর শুক্রবার সকালে দুংরা এলাকায় জনতা দেখতে পেয়ে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতা‌লে চি‌কিৎসার পর থানা হাজ‌তে রাখা হ‌য়ে‌ছে। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।