ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮
পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আহত ২ মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস দুইটি । ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানা এলাকার ইস্পাহানি মোড়ে পিকনিকের বাসের সঙ্গে শহর এলাকার একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে শহর এলাকার ৭ নম্বর রুটের বাসের চালক ও একজন নারী যাত্রী আহত হয়েছেন।

আকবর শাহ থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লার নটরাজ নৃত্যাঙ্গনের শিক্ষার্থীদের বহনকারী পিকনিক বাসটি ফয়’স লেকে পিকনিকে আসছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা চট্টগ্রাম-কুমিরা ৭ নম্বর রুটের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় শহর এলাকার বাসটির চালক ও একজন নারী যাত্রী আহত হন। তাদের স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

তিনি বলেন, পিকনিকের বাসটির শিক্ষার্থীদের কেউ আহত হননি। তবে দুইটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস দুইটি থানায় নিয়ে আসা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।