ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেড লাইসেন্স না থাকায় ৭২ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
ট্রেড লাইসেন্স না থাকায় ৭২ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স না থাকা ও হালনাগাদ পাওয়ায় ২৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ মার্চ) নগরীর আন্দরকিল্লার জিএ ভবন ও রহমান ম্যানশনে এ অভিযান চালানো হয়।

এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।

 

অভিযানে চিটাগাং প্রিন্টিং প্রেসকে ২ হাজার, ফেমাস কম্পিউটারকে ২ হাজার, ইপা মনি পেপার্সকে ১ হাজার, সোনালী প্রোডাক্টকে ১ হাজার, রূপালী পেপার হাউসকে ৫ হাজার, ডিএস পেপারকে ৪ হাজার, বন্ধন কম্পিউটারকে ২ হাজার, ম্যাক ডাইকে ২ হাজার, টিআই প্রিন্টিং প্রেসকে ৫ হাজার, বায়েজিদ প্রিন্টার্সকে ৫ হাজার, বশর লেমিনেশনকে ২ হাজার, মেসার্স বার আউলিয়া প্রেসকে ২ হাজার, আইডিয়াল প্রেসকে ২ হাজার, মেসার্স মিম প্রিন্টার্সকে ২ হাজার, শতাব্দী অ্যান্ড প্রিন্টার্সকে ২ হাজার, শামীম প্রোডক্টকে ২ হাজার,  ইত্যাদি পেপার প্রোডাক্টকে ১ হাজার, হক ট্রেডিং প্রিন্টার্সকে ৫ হাজার, শাহ আমানত প্রিন্টার্সকে ৫ হাজার, আলতাফ কম্পিউটার সেন্টারকে ২ হাজার, বৈলতলী অফসেটকে ৫ হাজার, আল ফালাহ অফসেটকে ২ হাজার, আল আপসা অফসেটকে ১ হাজার, এমএন টেলিকমকে ২ হাজার, গাউসিয়া কাটিং অ্যান্ড প্রিন্টার্সকে ২ হাজার, কাউসার স্টোরকে ২ হাজার, টিঅ্যান্ড কালারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮ 

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।