ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাউথ এশিয়ান কলেজে নেভার স্টপ লার্নিং ক্লাস

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
সাউথ এশিয়ান কলেজে নেভার স্টপ লার্নিং ক্লাস বক্তব্য রাখছেণ আয়মান সাদিক

চট্টগ্রাম: নেভার স্টপ লার্নিং এর প্রত্যয়ে নগরীর প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কলেজ সাউথ এশিয়ান কলেজে টেন মিটিন স্কুলের ‘এইচএসসি ক্রাশ কোর্স ও মাস্টারক্লাস’অনুষ্ঠিত হয়েছে।

দেশের মোবাইল অপারেটর রবি ফোর-জি নেটওয়ার্কের সৌজন্যে বৃহস্পতিবার সকালে ক্লাস পরিচালনা করেন বিশিষ্ট বক্তা ও টেন মিটিন স্কুলের স্বপ্নদ্রষ্টা আয়মান সাদিক।  

শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গন যখন কানায় কারায় পূর্ণ তখন উষ্ণ অভ্যর্থনায় অভিভূত আয়মান সাদিক শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার মন্ত্র শোনাচ্ছিলেন।

মন্ত্রমুগ্ধের মতো শিক্ষার্থীরা জানতে পারেন কীভাবে ব্যর্থতার পরও সফল হওয়া যায়, জানতে পারেন ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় সুন্দর সুন্দর মাধ্যমগুলো। স্মার্ট ফোনের মাধ্যমে ডিজিটাল বই ব্যবহার করে সহজ উপায়ে শিক্ষা অর্জনের চমৎকার সব উপায়।

জানতে পারেন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে কীভাবে জনসম্পদে পরিণত হওয়া যায়।

মনোরম, শান্ত ও সুশৃঙ্খল অনুষ্ঠানটি শিক্ষার্থীদের চমৎকার আগ্রহ সৃষ্টি করেছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক লুনেট বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২১৫২ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।