ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জনসভায় যুবলীগকে ভ্যানগার্ডের ভূমিকা রাখতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
জনসভায় যুবলীগকে ভ্যানগার্ডের ভূমিকা রাখতে হবে পটিয়ায় যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান উমর ফারুক চৌধুরী

চট্টগ্রাম: পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করে শৃঙ্খলা রক্ষায় যুবলীগের নেতা-কর্মীদের ভ্যানগার্ডের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান উমর ফারুক চৌধুরী।

তিনি বলেন, পরশ্রীকাতরতা ও নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র ও নেতাদের সঙ্গে সেতুবন্ধন রচনা করাই যুবলীগের কাজ। যুবলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়।

এটি সহযোগী সংগঠন। এ সংগঠনের নেতা-কর্মীদের সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নে মাঠে জনগণের সঙ্গে নিজেদের সৎ চরিত্র ও কাজের মাধ্যমে সেতুবন্ধন রচনা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন।

একমাত্র শেখ হাসিনার আমলেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, একসময় নির্বাচন হয়েছিল ১০টি হোন্ডা, ২০টি গুণ্ডার মাধ্যমে জাল ভোট দিয়ে। আবার কেউ কেউ সোয়া ১ কোটি ভুয়া ভোটার করে নির্বাচনের বৈতরণী পার করতে চেয়েছিলেন। তাদের মুখে সুষ্ঠু নির্বাচনের কথা মানায় না।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ন ম টিপু সুলতান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রফেসর ড. আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মুজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান আতা, আবদুস সাত্তার নাছির, সৈয়দ মাহমুদুল হক, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন গাজী, মো. বদিউল আলম, মেয়র হারুনুর রশিদ।

অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, এসএম রাশেদুল আলম, দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার, মাহবুবুল হক সুমন, মাহবুবুর রহমান, নূর মোহাম্মদ কাজল, মো. ইসমাইলের সঞ্চালনায় বক্তব্য দেন আসাদুল হক আসাদ, সম্পাদকমণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর ইসলাম মিজু, উপ সম্পাদকমণ্ডলীর সদস্য ইকবাল মাহমুদ বাবলু, মীর মহিউদ্দিন আহমেদ, সহ-সম্পাদকমণ্ডলীর সদস্য হাবিবুর রহমান প্রবন, মো. সেলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, উত্তর জেলা শাখার সভাপতি এএম আল মামুন, দেবাশীষ পাল দেবু, এসআই আহমেদ সৈকত, কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম, রাঙামাটি জেলা সভাপতি আলী আকবর, খাগড়াছড়ি সভাপতি যতন কুমার ত্রিপুরা, বান্দরবান জেলার আহ্বায়ক মো. হোসেন প্রমুখ।   

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, যুবলীগ বর্তমানে সবচেয়ে সুশৃঙ্খল সংগঠন। এ সংগঠন মেধা, মনন, জ্ঞান ও বিজ্ঞানের চর্চা করে। পাঁচ বছরে যুবলীগের নেতাকর্মী সম্পর্কে বলার মতো কোনো অভিযোগ পাওয়া যায় নি। তুচ্ছ অভিযোগেও যুবলীগের বড় নেতাদের শাস্তি দেওয়া হয়েছে। যুবলীগ বুধবারের জনসভাকে জনসমুদ্রে পরিণত করবে।

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশের উন্নয়নের প্রতীক। তিনি চট্টগ্রামে আসলে এ জনপদের মানুষের ভাগ্যের বদল হবে। যেভাবে তিনি বন্দরনগরী চট্টগ্রামকে সাজাচ্ছেন আগামী ৫ বছরের মধ্যে জনগণ এর সুফল পাবেন।

শামসুল হক চৌধুরী এমপি বলেন, পটিয়ায় ২১ মার্চ প্রায় পাঁচ লক্ষাধিক লোকের সমাগম হবে। দক্ষিণ চট্টগ্রামকে একটি উন্নয়নবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। জাতির পিতা পটিয়াকে জেলা ঘোষণা করেছিলেন। তার ধারাবাহিকতায় পটিয়ায় এখনোও বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। যা অব্যাহত রাখতে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।  

নজরুল ইসলাম এমপি বলেন, দক্ষিণ চট্টগ্রামে চার বছরে যে উন্নয়ন হয়েছে, তা ২০ বছরেও হয়নি। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কর্ণফুলী নদী থেকে কক্সবাজার পর্যন্ত পর্যটনের বিশাল দুয়ার খুলে দেবেন।

মোস্তাফিজুর রহমান এমপি বলেন, চট্টগ্রাম উপকূলে দুর্যোগের কারণে প্রাণ ও সম্পদহানির ঘটনা ভবিষ্যতে কমবে। কর্ণফুলী নদীর পাড়ে বাঁশখালীর সমগ্র অঞ্চল বেড়িবাঁধের আওতায় আনা হচ্ছে।

প্রফেসর ড. আবু রেজা নদভী এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সঙ্গে কারও নেতৃত্বের তুলনা চলে না। শেখ হাসিনা মানে উন্নয়ন। যারা দুর্নীতি করেছে জনগণ তাদের পক্ষে আর যাবে না।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮ 

এআর/টিসি

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad