ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনা নারী জাগরণের প্রতীক

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
শেখ হাসিনা নারী জাগরণের প্রতীক বক্তব্য দেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুনেসা ইন্দিরা

চট্টগ্রাম: আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুনেসা ইন্দিরা বলেছেন, নারী জাগরণের প্রধান শক্তি, প্রতীক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পটিয়া জনসভা সফল করার প্রস্তুতি হিসেবে যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধর্মান্ধতা নারী সমাজকে শৃঙ্খলিত করে রেখেছে।

এ শৃঙ্খল বিশ্বমানবতার জন্য কলঙ্কজনক। এ কলঙ্ক থেকে মুক্তির পথ দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাই পটিয়ায় শেখ হাসিনার জনসভা সফল করার জন্য চট্টগ্রাম নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশাকরি তারা এ ব্যাপারে সচেতন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় নারী সমাজকে সার্বিক প্রস্তুতি নিতে হবে। কারণ নারীরা ঘরে থাকেন। ঘর থেকেই প্রকৃত মানুষ তৈরি হয়। তাই স্বাধীনতার পক্ষের মানুষকে এখন থেকেই নৌকা প্রতীকের পক্ষে উদীপ্ত করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে ভালোবাসেন। তিনি জানেন, বিপ্লবতীর্থ এই চট্টগ্রাম স্বাধীনতার প্রসব বেদনার গর্ভ। তাই প্রধানমন্ত্রীর চট্টগ্রামে আগমন বিশেষ কোনো আনুষ্ঠানিকতা নয়।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের উজ্জ্বল প্রতীক। তিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। বুধবার (২১ মার্চ) পটিয়ায় আমাদের নেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের যে দিকনির্দেশনা দিয়েছে তা অবশ্যই বাস্তবায়িত হবে। এ ব্যাপারে শনিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিনে সকাল ১০টায় প্রয়াত জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রস্তুতি নেওয়া হবে।

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংসদ সদস্য সাবিহা নাহার মুসা, ওয়াসিকা আয়শা খান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের শিরিণ রুকসানা, শিখা চক্রবর্ত্তী, দিলরুবা জামান শেলী, সৈয়দা রাজিয়া মোস্তফা, বেবি বড়ুয়া, রেবেকা সুলতানা, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দিলুয়ারা ইউসুফ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজী, সহ-সভাপতি মমতাজ খান, রওশন আরা ইউসুফ, শাহিদা আক্তার জাহান, সৈয়দা রিফাত আক্তার নিশু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮ 

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।