ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ আহত ২৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
যাত্রীবাহী বাস উল্টে নারীসহ আহত ২৩ যাত্রীবাহী ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে

চট্টগ্রাম: যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারীসহ ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরানিহাট গরুবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, নগর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি ইউনিক পরিবহনের বাস কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে বাসটি খাদে পড়ে দুই নারীসহ ২৩ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কেরানিহাটের আশশেফা হাসপাতালে ১২ জন ও লোহাগাড়া হাসপাতালে ৯ জনকে পাঠিয়েছেন।
 এছাড়াও গুরুতর আহত দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসটি উদ্ধারের কাজ চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad