ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নূর আহম্মদ সড়কে জনসভার প্রস্তুতি বিএনপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
নূর আহম্মদ সড়কে জনসভার প্রস্তুতি বিএনপির নূর আহম্মদ সড়কে জনসভার মঞ্চ তৈরি করছে বিএনপি। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: নগরীর লালদীঘি মাঠে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহম্মদ সড়কেই জনসভা করতে হচ্ছে বিএনপিকে।

বুধবার (১৪ মার্চ) রাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ শুরু করতে পারেনি। বৃহস্পতিবার (১৫ ‍মার্চ) বেলা ১১টার দিকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, বুধবার রাত ১০টার পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জনসভার অনুমতি দেওয়া হয়। ফলে রাতে মঞ্চ তৈরির কাজ শুরু করা সম্ভব হয়নি।

বেলা ১১টার দিকে কাজ শুরু হয়েছে। আশা করছি দুইটার আগেই মঞ্চ প্রস্তুত হবে।

নূর আহম্মদ সড়কে জনসভার মঞ্চ তৈরি করছে বিএনপি।   ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

নগর বিএনপির সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বাংলানিউজকে বলেন, লালদীঘি মাঠে জনসভা করতে ১৪ ও ১৫ মার্চ মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছিলাম। কিন্তু পুলিশ প্রশাসন অনুমতি না দেওয়ায় নূর আহম্মদ সড়কেই জনসভা করতে হচ্ছে।

তিনি বলেন, দুপুর দুইটায় জনসভা শুরু হবে। জনসভায় অংশগ্রহণের জন্য সব নেতা-কর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।