ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাষ্ট্রীয় শোকে চট্টগ্রামেও জাতীয় পতাকা অর্ধনমিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮
রাষ্ট্রীয় শোকে চট্টগ্রামেও জাতীয় পতাকা অর্ধনমিত রাষ্ট্রীয় শোকে চট্টগ্রামেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ছবি: উজ্জ্বল ধর, বাংলানিউজ

চট্টগ্রাম: নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার (১৫ মার্চ) সারা দেশের মতো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম কাস্টম হাউস, বাংলাদেশ শিপিং করপোরেশনসহ সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কার্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত।  

রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রামের ৩৬তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড বৃহস্পতিবারের (১৫ মার্চ) পরিবর্তে শনিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ।

 

 শুক্রবার (১৬ মার্চ) মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১২ মার্চ (সোমবার) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইট বিধ্বস্ত হয়ে নিহত হন দেশি-বিদেশি ৫১ জন। এর মধ্যে ২৬ আরোহী বাংলাদেশি। এ দুর্ঘটনায় আহত হয়ে ১০ বাংলাদেশি নেপালের তিন হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৮ 

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।