ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নোমানের বাসায় ১৫ মার্চের জনসভার প্রস্তুতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮
নোমানের বাসায় ১৫ মার্চের জনসভার প্রস্তুতি নোমানের বাসায় ১৫ মার্চের জনসভার প্রস্তুতি

চট্টগ্রাম: কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত ১৫ মার্চের জনসভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম-১০ আসনের (পাহাড়তলী, ডবলমুরিং, হালিশহর) অন্তর্গত ৫টি থানা ও ৯টি ওয়ার্ডের বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নগর বিএনপির সহ-সভাপতি আশরাফ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ন-সম্পাদক সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, পাহাড়তলী থানা বিএনপির সভাপতি বাবুল হক, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি শরীফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইবনুল হাসান, সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দীন, সাধারণ সম্পাদক আশরাফ খাঁন, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির আহবায়ক এস এম ফরিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।  

সভায় নগর বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৫ মার্চের লালদীঘি ময়দানে বিএনপির জনসভায় চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল সহকারে যোগদান করে জনসভা সফল করতে হবে।

তারা বলেন, জনসভা সফল করতে ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ইতিমধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিয়েছেন। নগর বিএনপি নেতারা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে শান্তিপূর্ণ ও স্বতঃস্ফুর্তভাবে জনসভা সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯০৬ঘণ্টা, মার্চ ১৩, ২০১৮

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।