ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত নেতার দেহরক্ষী ও শিবির ক্যাডার গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
জামায়াত নেতার দেহরক্ষী ও শিবির ক্যাডার গ্রেফতার জামায়াত নেতার দেহরক্ষী ও শিবির ক্যাডার মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলামের দেহরক্ষী, শিবির ক্যাডার মো. মাসুমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মার্চ) রাতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওসি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়ামিন সুমন, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. মোবারক হোসেন, এএসআই মো. জিহাদ আলী, এএসআই মো. আরিফুল ইসলাম ভূঁঞাসহ আমরা সাতকানিয়া থানাধীন হাশমতের দোকান এলাকায় অভিযান চালাই।

এ সময় সাতকানিয়ার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের হাজারীখীল এলাকার খুইল্যা মিয়া প্রকাশ টুনু মিয়ার ছেলে মো. মাসুমকে (৩০) গ্রেফতারে সক্ষম হই।

মাসুমের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, বিস্ফোরক দ্রব্য, নাশকতা, অগ্নিসংযোগ, এলাকায় ত্রাস সৃষ্টি করাসহ ডজনখানেক মামলা রয়েছে জানিয়ে ওসি বলেন, এ দুর্ধর্ষ জামায়াত-শিবির ক্যাডার ২০১৩ ও ২০১৪ সালে জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডবকালে সাতকানিয়ায় অঘোষিত সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

গ্রেফতারকালে তার বিরুদ্ধে থানায় ১০টি পরোয়ানা মুলতবি ছিল।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।