ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মা’ সাজিয়ে যুবককে নামানো হলো বিদ্যুতের টাওয়ার থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
‘মা’ সাজিয়ে যুবককে নামানো হলো বিদ্যুতের টাওয়ার থেকে ‘মা’ সাজিয়ে যুবককে নামানো হলো বিদ্যুতের টাওয়ার থেকে। ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

চট্টগ্রাম: পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের ১ লাখ ৩২ হাজার ভোল্টের গ্রিড লাইনের টাওয়ারের ওপর নাচানাচি করছে নাছির (২৫)। নিচে কয়েকশ’ কৌতূহলী মানুষের জটলা। ওই যুবককে কেউ বন, রুটি, পানি, জুস দেখিয়ে নামার আকুতি জানান।

পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ফায়ার সার্ভিস সবারই চেষ্টা ছিল যুবককে নামানোর। কিছুতেই কিছু যখন হচ্ছিল না তখন এক নারীকে মা সাজিয়ে করুণ কণ্ঠে আহ্বান জানানো হয়।

কিছুটা সাড়া মেলে। তারপর পিডিবির দুজন কর্মী ওঠেন ওই টাওয়ারে।
অজ্ঞান অবস্থায় নামিয়ে আনেন তাকে।

১ লাখ ৩২ হাজার ভোল্টের গ্রিড লাইনের টাওয়ারের ওপর নাচানাচি করছে নাছির ।  ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

রোববার (১১ মার্চ) বেলা সোয়া দুইটায় এ ঘটনা ঘটে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সড়কের পুরোনো থানা ভবনের সামনে।

ঘটনার বর্ণনা দিয়ে বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বাংলানিউজকে বলেন, নাছির নামের ওই তরুণ কিছুটা অপ্রকৃতিস্থ। তার মা ছোট বেলায় মারা যায়। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করেন। বাবা ও সৎ মায়ের বক্তব্য হচ্ছে ছেলের ওপর জিন ভর করেছে। তাই সুযোগ পেলেই বৈদ্যুতিক টাওয়ারে উঠে যায়।

১ লাখ ৩২ হাজার ভোল্টের গ্রিড লাইনের টাওয়ারের ওপর নাচানাচি করছে নাছির ।  ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ 

এসআই বলেন, নকল মা সাজিয়ে অনেক কৌশল করে তাকে নামিয়ে আনতে সক্ষম হয়েছি আমরা। এ সময় ঢাকার অনুমতি নিয়ে ১০ মিনিটের জন্য গ্রিড লাইন বন্ধ রাখা হয়। এরপর দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যাই। সেখানে ক্যাজুয়ালিটি ওয়ার্ডের ৪ নম্বর শয্যায় ভর্তি করি। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

তিনি বলেন, টাওয়ার থেকে নামানোর পর তার পরনে ছিল শুধু পাঞ্জাবি। হাসপাতালে ভর্তির পর আমি নিজেই ১৬০ টাকা দিয়ে একটি লু্ঙ্গি, ওষুধপত্র কিনে দিয়েছি নাছিরকে।

১ লাখ ৩২ হাজার ভোল্টের গ্রিড লাইনের টাওয়ারের ওপর নাচানাচি করছে নাছির ।  ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

ফায়ার সার্ভিসের লামার বাজার স্টেশনের লিডার মো. হেলাল বাংলানিউজকে জানান, খবর পেয়ে আমাদের একটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। পিডিবির কর্মীদের সহায়তায় তাকে নামিয়ে আনার পর আমরা পুলিশকে বুঝিয়ে দিই।

১ লাখ ৩২ হাজার ভোল্টের গ্রিড লাইনের টাওয়ারের ওপর নাচানাচি করছে নাছির ।  ছবি: সোহেল সরওয়ার, বাংলানিউজ

ইদানীং চট্টগ্রামের বিভিন্ন স্থানে জাতীয় গ্রিডের টাওয়ারের নিচের দিকে কাঁটাতারের বেড়া না থাকায় একশ্রেণির তরুণ চূড়ায় উঠে পড়ছে। এর আগে রাউজান, পটিয়াসহ বিভিন্ন স্থানে টাওয়ার থেকে নামানো হয়েছে তরুণদের। জীবনহানি এড়াতে টাওয়ারের নিচের দিকে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।      

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮ 

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।