ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় জনসভার ভেন্যু নিয়ে বর্ধিত সভায় প্রতিবাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
পটিয়ায় জনসভার ভেন্যু নিয়ে বর্ধিত সভায় প্রতিবাদ  বর্ধিত সভায় বক্তব্য দিচ্ছেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার ভেন্যু নির্ধারণ করা নিয়ে প্রতিবাদ করেছেন নগর আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী। 

শনিবার (১০ মার্চ) নগরীর মুসলিম হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তব্য দেওয়ার সময় তারা এ প্রতিবাদ জানান।

নগর আওয়ামী লীগের এসব নেতা-কর্মীরা আউটার স্টেডিয়াম অথবা এমএ আজিজ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের প্রস্তাব করেন।

 

পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহানগর ও উত্তর জেলায় পৃথকভাবে প্রধানমন্ত্রীর জনসভা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন।  

বর্ধিত সভায় নগর আওয়ামী লীগের নেতারা মহানগরে সমাবেশ না হওয়ায় প্রতিবাদ জানায় ।                                             <div class=

ছবি: বাংলানিউজ" src="http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/al-320180310194607.jpg" style="margin-bottom:5px; margin-top:5px; width:100%" />সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হোসেন চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহানগরের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, অর্থ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ উপস্থিত রয়েছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, দিদারুল আলম, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ওয়াশিকা আয়েশা খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮ 
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad