ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় আগুনে পুড়ে মা-ছেলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৫, মার্চ ১০, ২০১৮
সাতকানিয়ায় আগুনে পুড়ে মা-ছেলের মৃত্যু

চট্টগ্রাম: সাতকানিয়া উপজলোর নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামে নিজ ঘরে আগুনে পুড়ে  মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে।  শুক্রবার (৯ মার্চ) রাত ১১ টায় শীল পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়েছে মেয়ে পূর্ণিমা শীল।  

আগুনে দগ্ধ হয়ে মঞ্জু শীল ও তার ছেলে অমিত শীলের মৃত্যু হয়। মেয়ে পূর্ণিমা শীল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

 

সাতকানিয়া থানার ওসি রফিকুল আলম বাংলানিউজকে বলেন, শুক্রবার ১১টা ৫ মিনিটে মঞ্জু শীলের ঘরে আগুন লাগে।  এতে দগ্ধ হয়ে মঞ্জু শীল ও তার ছেলে অমিত শীলের মৃত্যু হয়।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে পূর্ণিমার দুই পা পুড়ে গেছে। তাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে পাশের ঘরে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১১৪৫ঘণ্টা, মার্চ ১০, ২০১৮

এমইউ/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।